শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২২ ০৬:৩১; আপডেট: ২ মে ২০২৫ ১৮:০৭

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন।
বুধবার শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ হাইকমিশনের ০৭৪২১৫ ৮৭৫০, ০৭১২৪০৬৩১৩ এই নম্বরে যোগাযোগ করতে পারবে।
দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ শ্রীলঙ্কা ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে।
বাংলাদেশ এমন সতর্কতা জারি না করলেও হটলাইন চালু করছে, যাতে বাংলাদেশিরা সেখানে বিপদে পড়লে হাইকমিশন দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সমাধানে পৌঁছাতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: