হরতালের সমর্থনে সুপ্রিমকোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

রাজ টাইমস | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১৫:৩৬; আপডেট: ৩ মে ২০২৪ ০৯:৩৫

ছবি: সংগৃহীত

সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

রোববার দুপুরে মিছিলটি মাজারগেট, কদম ফোয়ারা, মৎস্যভবন হয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় তারা বলেন, একদফার আন্দোলন বানচাল করতেই পরিকল্পিতভাবে পুলিশকে ব্যবহার করেছে সরকার। অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: হরতালের সমর্থনে কৃষক দলের বিক্ষোভ

সরকার পতনের একদফা দাবি আদায়ে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। সকালে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন হরতাল সমর্থকরা। এর পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

তবে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীতে ৮৭টি টহল ও রাজধানীর বাইরে ১৫৯টি টহলসহ সারা দেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে তারা।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top