রাজশাহীতে আলোচিত ডিবি হাসানকে গণপিটুনি; পুলিশ সোপর্দ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ২৩:৪৮; আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ২৩:৫০

রাজশাহী নগরীর ভদ্রা হজের মোড় এলাকায় সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। শনিবার রাতে তার ভাড়া বাসা থেকে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
মাহবুব হাসানের বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি করে টাকা আদায় এবং মিথ্যা মামলা দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য। গত বছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এর মধ্যে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে। নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের ২২ আগস্ট মামলাটি করেন।
এছাড়া মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্ন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি গত বছর চাকরিচ্যুত হন। এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এদিকে গণপিটুনির শিকার হওয়ার পর মাহবুব হাসান রক্তাক্ত অবস্থায় ছিলেন। এই ঘটনার পর জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি জসিম উদ্দিন সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, 'এই সেই হাসান, যে মানুষকে কখনো গাঁজা, কখনো হেরোইন, কখনো ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় কারাগারে পাঠাত।' জসিম উদ্দিন জানান, মাহবুব হাসান বিএনপি-জামায়াতের অসংখ্য নেতা-কর্মীকে হয়রানি করেছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন।
তিনি আরও বলেন, জনগণ তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আশা করেন, আদালত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং কেউ যেন এই অপরাধীর পক্ষে অবস্থান না নেয়।
স্থানীয়দের ভাষ্যমতে, মাহবুব হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগ করতেন। ২০১৩ সালে এসআই হিসেবে তার চাকরি হয়। ডিবিতে যোগ দেওয়ার পর তিনি রাজনৈতিক প্রতিপক্ষ এবং সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালান। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং মিথ্যা মামলার ফাঁদে ফেলে টাকা আদায়ের বহু অভিযোগ রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: