রাজশাহীতে আবারও ককটেল হামলা, আটক ৩
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩ ১৫:২৮; আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪২
রাজশাহীর নগরীর রেলগেট এলাকায় অটোরিকশায় ককটেল হামলা চালানো হয়েছে। এতে এক অটোরিকশা চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
ককটেলের আঘাতে একজনের চোখ ও একজনের পেটে মারাত্মক জখম হয়েছে। তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালানোর সময় নগরীর সাধারণ জনতা ধাওয়া দিয়ে নগর ভবনের সামনে থেকে শাহাদত, টিটু ও মনিরুল ইসলাম নামের তিন যুবককে আটক করে গণধোলায় দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে।
ককটেল বিষ্ফোরণে আহতরা হলেন, অটোচালক নগরীর হেতেশখাঁ এলাকার জলিল (৪৫), মেহেরপুর জেলার অটোরিকশার যাত্রী আবুল বাসার (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে তিনজন যুবক নগরীর রেলগেট এলাকায় অটোরিকশা লক্ষ্য করে ককেটল নিক্ষেপ করে। এতে চালক এবং আরো এক যাত্রী আহত হন। এ সময় উপস্থিত জনতা ধাওয়া করে ওই তিনজন যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী আদালত চত্বরে আরো একটি ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এবিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে কে বা কারা কোর্ট চত্বরে একটি ককটেল নিক্ষেপ করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: