রাজশাহীতে শতবর্ষী গাছ কেটে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ, পরিবেশবাদীদের প্রতিবাদ

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৩ মে ২০২৪ ১২:৩৩; আপডেট: ১৬ জুন ২০২৪ ১৭:৫৮

ছবি: সংগৃহীত

রাজশাহীতে গাছ কেটে শহীদ মিনার নির্মাণের প্রতিবাদ জানিয়েছে একটি পরিবেশবাদী সংগঠন। আজ বুধবার বিকেলে নগরীর সোনাদিঘি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য নির্ধারিত স্থানে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজন করে পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ।

কর্মসূচির ব্যানারে লেখা ছিল, ‘শহীদ মিনারের শতবর্ষী গাছ বাঁচাও, প্রাঙ্গণে বাণিজ্যিক দোকানদারি চলবে না।’ এ সময় ‘আমি ঝড় আসলে পারি না’, ‘সন্ধ্যা হইতে আইসো মানুষ’ ও ‘উন্নয়নের নামে দেখো দেয়াল তুলে’ গান পরিবেশিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গানের দল ‘অনেস্বর’ মাদুর পেতে বসে গান পরিবেশন করে। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্থানীয় পরিবেশবাদীরা।

এ সময় পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সভাপতি মাহবুব টুংকু বলেন, ‘একটি গাছ চারজন মানুষকে অক্সিজেন দেয়। ভারতে একজন মানুষের অক্সিজেনের জন্য ২৮টি করে গাছ আছে। আমরা কেউ জানি না আমাদের জন্য কয়টি গাছ আছে। আমরা এই গাছ কাটতে দেব না। যারা গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা দু-এক জায়গায় বলেছেন সব গাছ না, অল্প কয়েকটা কাটা হবে। এখানে ২২-২৩টা গাছ আছে। আমরা দেখছি, সব গাছই কাটার জন্য নম্বর বসিয়ে চিহ্নিত করা হয়েছে।’

রাজশাহী পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ‘শহীদ মিনার হোক, গাছগুলোও বাঁচুক। শতবর্ষী গাছ কেটে ফেলতে দেওয়া হবে না। গাছগুলো রক্ষায় যেন ডিজাইন পরিবর্তন করা হয়।’

প্রকৌশলী নিয়ন আতিক শামস বলেন, ‘শহীদ মিনার হবে, এটা নিয়ে আমাদের দ্বিমত নেই। উন্নত বিশ্বে গাছ রক্ষা করেই সব পরিকল্পনা করা হয়। রাজশাহীর মেয়রও বিদেশে দেখে নানা পরিকল্পনা গ্রহণ করছেন। সেই শহরে গাছ কেটে শহীদ মিনার নির্মাণের পক্ষে আমরা নই।’

সাবেক ছাত্রনেতা নাদিম সিনা রাজশাহী মহানগরীর সামগ্রিক উন্নয়ন নিয়েই প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘উন্নয়ন মানে শুধু গাছ কেটে ফেলে কংক্রিটের দালান তৈরি করা নয়। পরিবেশ-প্রকৃতি রক্ষা করে যে উন্নয়ন হয়, সেটাই আসল উন্নয়ন। প্রাণ-প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন হতে হবে।’

কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও উন্নয়নকর্মী সামিউল আলীম শাওন। এ সময় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহীর সমন্বয়কারী তন্ময় স্যানালসহ অনেকে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য নির্ধারিত এ স্থানে আগে রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট ছিল। প্রতিষ্ঠানটি আগে পরিচালনা করত জেলা পরিষদ। সার্ভে ইনস্টিটিউট নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হওয়ার পর প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে। আর পুরোনো ক্যাম্পাসের জায়গাটি জেলা পরিষদেরই আছে। এ জায়গায় এখন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। গত ১৮ মে জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল কাজের উদ্বোধন করেছেন



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top