সাত লাখের বেশি হজযাত্রী মদিনায়
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২০ জুন ২০২৩ ০০:০৪; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৮:২৮
 
                                চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৭ লাখ ১৮ হাজার ৩০ জন হজযাত্রী মদিনায় পৌঁছেছেন।
হজ ও পরিদর্শন কমিটির পরিসংখ্যান অনুযায়ী, শনিবার মোট ২৯ হাজার ৯০ জন হজযাত্রী পৌঁছেছেন। এর মধ্যে ১০৫টি ফ্লাইটে ২৫ হাজার ৯৬২ জন মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।
পরিসংখ্যানে দেখা গেছে, পবিত্র মক্কার বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শনিবার রওনা হওয়া হজযাত্রীর সংখ্যা ছিল ৫ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন।
সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়ায় আসন্ন হজ মৌসুমে সারা বিশ্ব থেকে আসা হজযাত্রীর সংখ্যা সীমাবদ্ধ থাকবে না।
গত দুবছর সৌদি আরবে করোনার বিস্তার রোধে হজ পালনের অনুমতি পাওয়া মুসলিমের সংখ্যা অনেক কমানো হয়। করোনাভাইরাসের আগে প্রায় ২৫ লাখ মুসলিম বার্ষিক হজ পালনে অংশগ্রহণ করেন।
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। সামর্থ রয়েছে এমন প্রত্যেক মুসলিমকে তাদের জীবনে অন্তত একবার অবশ্যই হজ পালন করতে হয়।

 
                                                     
                                                     
                                                    -2023-04-17-11-04-55.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: