প্রথম টেস্ট টিউব বেবি জন্ম নিল ঢাকা মেডিকেলে

রাজ টাইমস | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৯; আপডেট: ৫ মে ২০২৪ ১০:৫৩

ছবি: প্রতীকী

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বন্ধ্যত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় মেডিক্যাল কলেজ হাসপাতালে টেস্টটিউব বেবি (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) জন্ম নিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মা-বাবাসহ এই দুরূহ কাজটির সাথে জড়িত সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘হাসপাতালের বন্ধ্যত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় জন্ম নিয়েছে টেস্টটিউব শিশু।’

ডিএমসি'র গাইনি ও অবস বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমান বলেন, 'প্রায় এক সপ্তাহ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাশিশুটির জন্ম হয়েছে এবং শিশুটি এখন সুস্থ রয়েছে।'

টেস্টটিউব শিশুটির জন্মসংক্রান্ত বিস্তারিত তথ্য একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে, টেস্টটিউব পদ্ধতি বন্ধ্যাত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপদ্ধতি হিসেবে কাজ করে। এ পদ্ধতিতে নারীর ডিম্বাণু এবং স্বামীর শুক্রাণু সংগ্রহ করে ল্যাবে নিষিক্ত করে কৃত্রিমভাবে ভ্রূণ তৈরি করা হয়। এরপর ভ্রূণটি নারীর জরায়ুতে স্থাপন করা হয়। কৃত্রিম ভ্রূণ গর্ভে স্বাভাবিক ভ্রূণের মতোই বৃদ্ধি পায়, যার ফলে নয় মাস পর শিশুর জন্ম হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top