ইরানের পাল্টা হামলায় নিহত হয় ৩০ ইসরাইলি পাইলট
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ১৫:০৬; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:২৩
 
                                ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি জানিয়েছেন, ১২ দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় ৩০ জন ইসরাইলি পাইলট নিহত হয়েছেন। এটা ইসরাইল সরকারের জন্য মোটেও ছোট বিষয় নয় বলে উল্লেখ করেন তিনি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা মেহের-এর।
তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা। তবে তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
কুমি বলেন, ‘এটি দখলদার ইসরাইলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়’। মূলত এ কারণেই তেলআবিব সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করেছে বা লুকিয়েছে।
হাসান কাজেমি কুমি আরও বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের আঘাত হানে এবং তেলআবিবের বৃহত্তর এজেন্ডা ব্যর্থ করে দেয়।
গত ১৩ জুন থেকে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় হামলা চালায়। ২২ জুন ইসরাইলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান-এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন।
আগ্রাসনের পরপরই ইরানি সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ এর অংশ হিসেবে ইসরাইলের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যার ফলে ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি হয়, যা এখনো বহাল রয়েছে।

 
                                                     
                                                    -2020-11-07-15-36-42.jpg) 
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: