এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪ ২১:৫২; আপডেট: ১৭ জানুয়ারী ২০২৬ ১৪:৫১
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করছেন। এবার পদত্যাগ করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
রোববার (১১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।
অধ্যাপক ড. মশিউর রহমান জানিয়েছেন, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় আবার যোগ দেবেন।
২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক মশিউর রহমান সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রিও অর্জন করেন।

আপনার মূল্যবান মতামত দিন: