এখনই খুলছে না প্রাইমারি স্কুল

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪ ১৮:৫১; আপডেট: ১৭ জানুয়ারী ২০২৬ ১৬:০৭

- ছবি - ইন্টারনেট

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।

সোমবার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে, অস্থিরতা না কমলে বাচ্চাদের স্কুলে পাঠাবে না অভিভাবকরা। তাই সবার সাথে আলোচনা করে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হবে।’

এ সময় তিনি প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করতে কাজ করার কথা জানান।

সূত্র : বিবিসি



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top