ইবির প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪ ২০:৩৭; আপডেট: ১৭ জানুয়ারী ২০২৬ ২১:০৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ পদত্যাগ করেছেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। পত্রে তারা উভয়েই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে।
জানা যায়, ২০২২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ড. আজাদকে প্রক্টর পদে পুনঃনিয়োগ দেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে ২৯ জানুয়ারি থেকে পরবর্তী আরও এক বছরের জন্য তাকে নিয়োগ দেন উপাচার্য। এদিকে এ বছরের ৩০ মার্চ ১ বছরের জন্য অধ্যাপক ড. বাকী বিল্লাহকে ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ দেন উপাচার্য।

আপনার মূল্যবান মতামত দিন: