রাবির দর্শন বিভাগে আন্তঃবর্ষ বিতর্ক অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৪ ১১:১৭; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২০:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দর্শন বিভাগের উদ্যোগে আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং সহপাঠ্য কার্যক্রমে অন্তর্ভূক্তির লক্ষ্যেই এই আয়োজন। এসকল কর্মকাণ্ড শিক্ষার্থীদের নেতৃত্ব গঠন ও মানসিক বিকাশে সহায়ক হবে বলে মনে করেন তিনি। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকল শিক্ষার্থীকে এমন কাজে অংশ নেয়ার আহ্বান জানান।
জানা গেছে, গত ১-৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বর্ষের ছয়টি দলের মধ্যে এই বিতর্ক প্রতিযোগিতা চলে। এদের মধ্যে চতুর্থ বর্ষ ও দ্বিতীয় বর্ষ ফাইনালে পৌঁছে এবং চতুর্থ বর্ষ বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও কৃতি স্মারক প্রদান করা হয়।
দর্শন বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সুরাইয়া আফরোজ মিতুলী, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও তাসনিম নাজিরা রিদা সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
আপনার মূল্যবান মতামত দিন: