রাবি নবজাগরণ ফাউন্ডেশন এর দায়িত্বে শহিদুল-রুকাইয়া

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ২০:২৯; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৪:১৮

ছবি: সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. শহিদুল ইসলাম কে সভাপতি ও রুকাইয়া খাতুন কে সাধারণ সম্পাদক করে নবজাগরণ ফাউন্ডেশন।

গতকাল শনিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত "ফ্রেসার্স রিসেপশন ও বার্ষিক সাধারণ সভা-২০২৪" এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় নবজাগরণ ফাউন্ডেশনের ১৪তম ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট এর ২১৬ জন নতুন স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

৬৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে আছেন মো. মনারুল ইসলাম এবং মোছা. র‌ওশানূর সিদ্দিকী তুয়া, যুগ্ম-সম্পাদক মো. নাফিউল ইসলাম এবং রাবেয়া জান্নাত রিপা ,সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বারিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিম ইসলাম , নিশাত জাহান এবং ফাহিম ফয়সাল , কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন , এবং প্রচার সম্পাদক মো. ইউনুস হায়দার।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য ফাউন্ডেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি নবজাগরণ ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা জানান, তাকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার জন্য।

অনুষ্ঠানের কনভেনর হাবিবুল্লাহসহ প্রোগ্রামটি সফল করতে নিরলসভাবে কাজ করা সকল সদস্যদের বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নবজাগরণ ফাউন্ডেশন কেবল একটি সংগঠন নয়, বরং একটি পরিবার। তিনি আরও বলেন, নতুন স্বেচ্ছাসেবকরাই সংগঠনের প্রাণশক্তি, এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহাত তাসনীম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা কল্পনা রায় ভৌমিক, নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ সজিব, উপদেষ্টা আদিত্য হাসান শরীফ, মো: খালিদ হাসান, শামীমা আফরোজ, মো: সোহাগ আলী, বারসিক প্রতিনিধি মোছা: তোহরা খাতুন লিলি এবং মো: আতিক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি অলিউল ইসলাম

প্রসঙ্গত, ২০১২ সালের ১২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top