রাকসুর উদ্যোগে মাসব্যাপী শুরু হতে যাচ্ছে মেন্টাল হেলথ ক্যাম্পিং

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬ ১৮:৪৩; আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ ২০:৩৭

- ছবি - ইন্টারনেট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) উদ্যোগে ও রাবি মেন্টাল হেলথ ক্লাবের সহযোগিতায় মাসব্যাপী হল ভিত্তিক মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে রাকসু'র মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, 'সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের ১২ নভেম্বর শিক্ষা ও গবেষণা ইনসিটিউটের শিক্ষার্থী সোনিয়া সুলতানা এবং ৩১ ডিসেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী লামিসা নওসীন পুষ্পিতা অকালে ঝরে গেছেন। এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শিক্ষার্থীদের নাজুক মানসিক অবস্থার চরম বহিঃপ্রকাশ।'

তিনি আরও বলেন, 'এই গভীর সংকট ও প্রয়োজনীয়তা অনুভব করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও অকাল মৃত্যু রোধের লক্ষ্যে রাকসু'র উদ্যোগে মেন্টাল হেলথ ক্লাব একটি মাসব্যাপী হলভিত্তিক মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন শুরু করতে যচ্ছে।'

লিখিত বক্তব্যে জানানো হয়, ক্যাম্পেইনটি দুটি ব্রড সেগমেন্টে পরিচালিত হবে। প্রথম সেগমেন্টের কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত এবং দ্বিতীয় সেগমেন্টে বিকাল চারটা থেকে সন্ধা ৬.৩০ পর্যন্ত চলবে।

উক্ত ক্যাম্পেইনে শিক্ষার্থীরা বিনামূল্যে মেন্টাল হেলথ চেক-আপের সুবিধা, মানসিক অবস্থা সম্পর্কে প্রাথমিক মূল্যায়নের সুযোগ, প্রফেশনাল স্ক্রিনিং দিকনির্দেশনা, মেন্টাল হেলথ ওয়ার্কশপে অংশগ্রহণ, নিরাপদ, গোপনীয় ও জাজমেন্ট-ফ্রি পরিবেশে কথা প্রকাশের সুযোগসহ আরো আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পাবেন।

এ বিষয়ে রাবি মেন্টাল হেলথ ক্লাবের সভাপতি বলেন, 'আমরা এ ক্যাম্পেইনটিকে দুটি সেগমেন্টে ভাগ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৭ টি আবাসিক হল ও আন্তর্জাতিক ডরমিটরির আবাসিক -অনাবাসিক শিক্ষার্থীরা এ কার্যক্রমের আওতায় আসবে। তারা মানসিক স্বাস্থ্যের চেকআপ করতে পারবে সেই সাথে স্বাস্থ্য সংক্রান্ত সেমিনারটিতেও অংশ নিতে পারবে। ৩০ তারিখ মন্নুজান হল, জুলাই ৩৬ হল ও বেগম খালেদা জিয়া হলের মাধ্যমে আমাদের কার্যক্রমটি শুরু হবে। আমাদের দু-টি বুথ থাকবে। সাধারণ শিক্ষার্থীরা বিনামূল্যে সেবা গ্রহন করতে পারবে।'

রাকসু'র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন, 'এ মাসেই আমাদের কার্যক্রমটি শুরু হবে। যেহেতু নির্বাচন কেন্দ্রীক বন্ধ রয়েছে তাই আমরা প্রথমে মেয়েদের হল গুলো কাভার করবো। নির্বাচনের পরে ছেলেদের হলগুলো শেষ করবো। এখন পর্যন্ত আমরা কোনো স্পন্সর পায়নি। আমরা সম্পূর্ণ রাকসু'র অর্থায়নে এ কার্যক্রমটি পরিচালনা করতে যাচ্ছি। সহযোগী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন্টাল হেলথ ক্লাব আমাদের সহায়তা করবে।'



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top