মশলার বাজারেও আগুন, বেশিরভাগ সবজির দাম দ্বিগুণ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১০ মে ২০২৪ ১৮:০৭; আপডেট: ২১ মে ২০২৪ ০১:৪৯

ছবি: সংগৃহীত

অস্থির কাঁচাবাজার। প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মশলার বাজারেও আগুন। কোরবানির ঈদ সামনে রেখে দাম আরও বৃদ্ধির আভাস বিক্রেতাদের। বেড়েছে সব ধরনের মুরগির দাম। এদিকে, সরবরাহ বাড়লেও, দাম কমার সুখবর নেই মাছের বাজারে।

বাজারে সবজির কোনো ঘাটতি না থাকলেও দাম আকাশচুম্বি। ৪০ টাকার কাঁচামরিচ আর বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ২০ টাকার টমেটো করলা কিনতে বাড়তি ৩০ টাকা গুনতে হচ্ছে। শশা, বেগুন, পটল আর লাউয়ের মতো পণ্য কিনতে হচ্ছে বাড়তি ২০ থেকে ৩০ টাকায়। ছুটির দিনে বাজারে এসে দিশেহারা অবস্থা ক্রেতাদের।

তেল, ডাল আর আটার দাম নতুন করে না বাড়লেও, ঊর্ধ্বমুখী মশলার বাজার। কোনো কোনো মশলা বেড়েছে কেজিতে এক হাজার টাকা পর্যন্ত। তবে কেজিতে ১০ টাকা কমেছে চিনির দাম।

মাছের বাজারে সরবরাহ স্বাভাবিক। বিক্রেতারা বলছেন, দেশি মাছের দরও কমেছে কেজিতে একশ থেকে দুইশ টাকা। তবে ক্রেতারা মানতে নারাজ।

কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার ২২০ এবং সোনালী মুরগির বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top