বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১০ জুন ২০২৪ ১৬:৪৬; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৬:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ কামনা করেছেন।
সোমবার সকালে নয়া দিল্লিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রোববার ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেন দুই নেতা।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে পর্যটন খাতে শ্রীলঙ্কা অনেক এগিয়ে থাকায় খাতটিতে বাংলাদেশে কিভাবে দেশটির বিনিয়োগ আসতে পারে তা নিয়ে আলোচনা হয়।’
তিনি বলেন, দুই নেতা কৃষি ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বৈঠকটি ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তার দেশের সঙ্কটময় সময়ে আর্থিকভাবে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা বিক্রমাসিংহেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ সফরের তার ইচ্ছা আছে। কিন্তু তার দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি
আপনার মূল্যবান মতামত দিন: