ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ২০ হামলা

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ১৫:০৪; আপডেট: ৭ জুলাই ২০২৫ ১৯:১৮

ছবি: সংগৃহীত

ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের হোদেইদাহ এলাকায় কমপক্ষে ২০টি হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা এবং সাইফ বন্দর সহ তিনটি ইয়েমেনি বন্দরে হুতির লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

রবিবার (জুলাই) হুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী শিগগিরই ইয়েমেনে হামলা চালানোর হুমকি দিয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোশ্যাল মিডিয়ায় হুতি-নিয়ন্ত্রিত স্থানগুলিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, যার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং জাহাজও রয়েছে যা দুই বছর আগে এই গোষ্ঠীটি ছিনতাই করেছিল।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top