বেলুচিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ১২:০২; আপডেট: ২৪ জানুয়ারী ২০২৬ ১১:০৬

- ছবি - ইন্টারনেট

পাকিস্তানের বেলুচিস্তানে ৯ জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) প্রাদেশিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোব শহরের কাছে। কোয়েটা থেকে লাহোরগামী একটি বাসকে সশস্ত্র হামলাকারীরা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় এবং নির্দিষ্টভাবে ৯ জনকে আলাদা করে গুলি করে হত্যা করে।

ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম জানান, হামলাকারীরা যাত্রীদের অপহরণের পর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গুলি চালায়। নিহতদের মরদেহ বেলুচিস্তানের বারখান জেলার রেক্নি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এই নৃশংস হামলাকে সন্ত্রাসী কার্যক্রম বলে অভিহিত করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসীরা বাস থামিয়ে যাত্রীদের জোর করে নামায়, শনাক্ত করে এবং নির্মমভাবে ৯ নিরীহ পাকিস্তানিকে হত্যা করে।

তিনি আরও জানান, অপহরণের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। তাদের ধরতে এলাকাজুড়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র : জিও নিউজ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top