ভারতের বিহারে বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫ ১৪:১৬; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:১৭
 
                                ভারতের বিহারে বজ্রপাতে কমপক্ষে ৩৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো অনেকে। শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিবৃতিতে জানানো হয়, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বজ্রপাতে প্রাণ হারান তারা। নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষক এবং শ্রমিক। ঝড়ের সময় খোলা আকাশের নিচে করতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।
রাজ্যের কিছু অংশে আরো ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মণ্ডল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে কর্মকর্তাদের বজ্রপাতের সময় কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে সচেতনতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকার বজ্রপাতে নিহত ৩৩ জনের পরিবারকে মোট ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বজ্রপাতে কমপক্ষে ২৪৩ জন এবং তার আগের বছর ২৭৫ জন মারা যায়।

 
                                                     
                                                    -2020-11-07-15-36-42.jpg) 
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: