জানুয়ারির ২৫ দিনে ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৫ ২১:০৬; আপডেট: ১৯ জানুয়ারী ২০২৬ ১৬:৩০

ছবি: সংগৃহীত

চলতি জানুয়ারির প্রথম ২৫ দিনে বৈধভাবে ১৬৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।

রোববার (২৬ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

এতে প্রতিদিন গড়ে ৬ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশের সর্বশেষ রেমিট্যান্স হালনাগাদ তথ্য বলছে, এভাবে যদি রেমিট্যান্স আসা অব্যাহত থাকে, তাহলে চলতি মাসে ২০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের এক পর্যালোচনায় বলা হয়েছে, এ মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৪২ লাখ ডলার, একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৪৪ লাখ ডলার, প্রাইভেট ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি ২৫ লাখ ডলার ও বিদেশী ব্যাংকের মাধ্যমে ৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।

আর আটটি ব্যাংকের মাধ্যমে এক টাকাও রেমিট্যান্স আসেনি বাংলাদেশে। সেগুলো হলো- বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক, পদ্মা ব্যাংক, পাকিস্তানি হাবিব ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ এখন পর্যন্ত ১ হাজার ৩৭৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। আগের বছর একই সময়ে ১ হাজার ৮০ কোটি ডলার এসেছে। অর্থাৎ এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৯৮ কোটি ডলার।

সূত্র : ইউএনবি



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top