১১০ টাকায় ভোজ্যতেল বিক্রি করবে টিসিবি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২২ ০৩:৩১; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৫:০০

ছবি: প্রতীকী

নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে সারাদেশের নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিন বড় বড় নগরীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে ৩০০টি খোলা ট্র্যাকের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে- তেল, ডাল, চিনি ও ছোলা। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা কেজি দরে, মশুর ডাল কেজি প্রতি ৬৫ টাকা, চিনি ৫৫ টাকা এবং ছোলা ৫০ টাকা কেজি দামে বিক্রি করবে টিসিবি।

টিসিবি জানায়, একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, চিনি ২ কেজি, ডাল ২ কেজি এবং ছোলা ভোক্তার চাহিদা অনুযায়ী নিতে পারবেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top