ইসরাইলের হামলায় পঙ্গুত্ব বরণ করেছে গাজার ২১ হাজার শিশু: জাতিসংঘ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৬; আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৬

প্রায় দুই বছর যাবৎ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ সময়ের মধ্যে হাত, পা অথবা চোখ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে প্রায় ২১ হাজার শিশু।
প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা জাতিসংঘের সিআরডিপি নামক প্রতিষ্ঠান বুধবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। বলেছে, যুদ্ধকালীন সময়ে আহত শিশুর সংখ্যা ৪০ হাজার ৫০০ জন। যাদের অর্ধেকের বেশিই পঙ্গু হয়ে গেছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, ইতিমধ্যেই গাজার বেশকিছু অঞ্চলে পূর্ণমাত্রার দুর্ভিক্ষের ঘোষণা দেয়া হয়েছে।
যাতে উপত্যকাটির শিশুরা মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। আগামী এক বছরে লক্ষাধিক শিশু দুর্ভিক্ষে প্রাণ হারাতে পারে বলে তথ্য দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ২০২৬ সালের জুনের মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত এক লাখ ৩২ হাজার শিশু অপুষ্টিতে মারা যেতে পারে।
গাজার পরিস্থিতি পর্যালোচনা করে সংস্থাটি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক সরে যাওয়ার ঘোষণায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে গাজার প্রতিবন্ধী শিশুরা।
এদের অনিরাপদ অবস্থায় পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। কোনোরকম সহায়তা ছাড়া এসব শিশুকে বালি বা মাটিতে হামাগুড়ি দিয়ে চলতে বাধ্য করা হয়। যা সুস্পষ্ট অমানবিক আচরণ।
আপনার মূল্যবান মতামত দিন: