চলমান গাজা যুদ্ধে ১১ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র ক্রয় ইসরাইলের

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১ আগস্ট ২০২৪ ২১:৪৭; আপডেট: ১ মে ২০২৫ ০৪:৪০

ছবি: সংগৃহীত

চলমান গাজা যুদ্ধে ১১ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র কিনেছে ইসরাইল। বৃহস্পতিবার (১ আগস্ট) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১১ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র কিনেছে দেশটি। সংগ্রহ করা অস্ত্রের মধ্যে একটি এফ-৩৫, ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের ইঞ্জিন ও যুদ্ধ যান রয়েছে।

এছাড়া শত শত বিমানের চালান, কয়েক ডজন সমুদ্রের চালান ইত্যাদির মাধ্যমে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম ইসরাইলে পরিবহন করা হয়েছে।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ৭ অক্টোবর থেকে কেনা আমেরিকান অস্ত্রের পরিমাণ আগের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।

সূত্র : মিডল ইস্ট মনিটর



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top