বাস-টোয়াস তরুন বিজ্ঞানী অ্যাওয়ার্ড পেয়েছেন রুয়েট অধ্যাপক

রুয়েট প্রতিনিধি | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪ ১১:০৭; আপডেট: ১৮ জানুয়ারী ২০২৫ ১৩:২৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাইন্স একাডেমি ও বিশ্বখ্যাত দি ওয়ার্ল্ড অ্যাক্যাডেমি অফ সায়েন্স এর সম্মিলিত উদ্যোগে "বাস-টোয়াস তরুন বিজ্ঞানী অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল," পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো: ফারুক হোসাইন।

২০১৪ সালে বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গত সোমবার (২ ডিসেম্বর) চারজন বিজ্ঞানীকে এউ মর্যাদা দিয়েছে বাংলাদেশ সাইন্স একাডেমি(বাস)। তাদের মধ্যে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলোর একটি নবায়নযোগ্য শক্তি খাতে অবদান রাখার জন্য অধ্যাপক ড. মো: ফারুক হোসাইনকে এই মর্যাদা দেওয়া হয়।

খ্যাতনামা প্রকৌশলী ও বিজ্ঞানী অধ্যাপক ড. মো: ফারুক হোসাইন বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

অধ্যাপক ড. ফারুক হোসাইন রুয়েট থেকে বিএসসি ও এমএসসি শেষ করে,জাপানের বিখ্যাত টোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড অর্জন করে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। এরপর,একই বিশ্ববিদ্যালয় থেকে ডিনস অ্যাওয়ার্ড পেয়ে পিএচডি ও পোস্ট ডক্টরাল ফেলোশিপ শেষ করেন।

ড. ফারুকের অধিনে আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শহিদুল ইসলাম পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন ও বর্তমানে দুজন ছাত্র পিএইচডি কোর্সে গবেষণা করছেন।

এছাড়া তিনি তাঁর গবেষণা কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি সম্মানসূচক পুরস্কার লাভ করেন।২০১০ সালে জাপানের বিখ্যাত মাবরুন ফাউন্ডেশন থেকে মাবরুন রিসার্চ প্রোমোশন অ্যাওয়ার্ড অর্জন করেন। তার গুগল স্কলারে সাইটেশন সংখ্যা ১৯২১। এছাড়াও দেশে বিদেশের খ্যাতনামা জার্নালে তার অসংখ্য গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। তার গবেষণাক্ষেত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো, ডাই-সেন্সিটাইজড সোলার কোষ, ন্যানোটেকনোলজি, ন্যানোটেকনোলজি ব্যাবহার করে পানি ও বায়ু বিশুদ্ধকরন,ফটো ইলেক্ট্রিক্যাল কোষ ব্যবহার করে হাইড্রোজেন উৎপন্ন করা,ভিএলএসআই, ইন্টিগ্রেটেড সার্কিট টেকনোলজি।

এছাড়াও রুয়েটে ড.ফারুকের নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করা ন্যানোটেকনোলজি ল্যাবরেটরি,যেটি বাংলাদেশের একমাত্র ন্যানোটেকনোলজি ল্যাবরেটরি,এটাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক ড. ফারুক হোসাইন বলেন, বাংলাদেশে এটাই সর্বপ্রথম বিশ্বমানের ন্যানোটেকনোলজি ল্যাবরেটরি। ভবনে ব্যবহৃত থাই গ্লাসের পরিবর্তে আমরা ট্রান্সফারেন্স থিন ফিল্ম সোলার সেল ব্যবহার করার জন্য কাজ করছি। এর ফলে থিন ফিল্ম সোলার সেল সেক্টরে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এর আগে, ড. ফারুক রুয়েট সিন্ডিকেট সদস্য ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইইইই বাংলাদেশ শাখার মেম্বারশিপ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। রুয়েটে গবেষণা ও সম্প্রসারণ শাখার পরিচালক ছিলেন

এছাড়াও ড. ফারুক আইইইই এর আজীবন ফেলো। অধ্যাপক ড. ফারুক হোসাইন ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর আজীবন ফেলো। আইইইই ন্যানোটেকনোলজি সোসাইটির সদস্য।

উল্লেখ্য, বাংলাদেশ সাইন্স একাডেমি(বাস) একটি জাতীয় বিজ্ঞান একাডেমি। দি ওয়ার্ল্ড অ্যাক্যাডেমি অফ সায়েন্সেস (টোয়াজ) একটি বিশ্বব্যাপী বিজ্ঞান একাডেমি যা ইতালির trieste অবস্থিত। ১৯৮৩ সালে নোবেলজয়ী বিজ্ঞানী প্রফেসর ড. আব্দুস সালাম এর নেতৃত্বে বিশিষ্ট বিজ্ঞানীদের দ্বারা প্রতিষ্ঠিত এ একাডেমি উন্নয়নশীল বিশ্বের সমৃদ্ধির জন্য বিজ্ঞান ও প্রকৌশলকে এগিয়ে নিতে কাজ করে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top