রাজশাহীতে পরিচয় প্রাঙ্গণে হেমন্তের সাহিত্য পাঠ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ ০৩:২৭; আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৬:১২

ছবি: সংগৃহীত

সাহিত্যে ঋতুপ্রভাবকে অস্বীকার করার উপায় নেই। বর্ষাকাল কবিদের কলমকে উর্বর করলেও হেমন্তের পাকা ধান লেখকদের কলমে সোনালি স্বপ্নের মৌসুম তৈরি করে। কৃষকের মতো আনন্দে মৌ মৌ করে ওঠে লেখকের স্বাপ্নিক হৃদয়। এই আনন্দধারা আধুনিকতার স্পর্শে ছড়িয়ে দিতে হবে লেখকদেরকেই।

মানুষের মনে আনন্দ বিকিরণের সেই অনিন্দ্য সুন্দর কাজটি লেখকদেরকেই করতে হবে। রাজশাহীতে পরিচয় প্রাঙ্গণে আয়োজিত পরিচয় সংস্কৃতি সংসদের হেমন্তের সাহিত্যপাঠ অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন।

২৫ নভেম্বর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ। আলোচনা করেন মিডিয়া ব্যক্তিত্ব আজহারুল ইসলাম রনি, পরিচয় সংস্কৃতি সংসদের পরিচয়ের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি এরফান আলী এনাফ, ইতিহাস গবেষক মুহাম্মদ জোহরুল ইসলাম, কবি সাবের রাহী, কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল. কবি ও গবেষক ড. মুর্শিদা খানম প্রমুখ।

পরিচয়ের ২১১ তম এ সাহিত্য আসরে অতিথিবৃন্দসহ অনুষ্ঠানে গল্প, কবিতা এবং গান পরিবেশনায় অংশগ্রহণ করেন কবি একেএম দৌলতুজ্জামান, কবি শেখ তৈমুর আলম, কবি কামালউদ্দিন মুহাম্মাদ, কবি হাসিনা বিশ্বাস, কবি সরদার মুক্তার আলী, কবি মঞ্জুর রাহী, কবি সোহেল রানা জীবন, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি রাকিবা রাখি, কবি জোবাইদা আকতার, গল্পকার ফাহিম ফয়সাল, কবি ইমরান আজিম, কবি আনিম আল আমিন, কবি সানারুল ইসলাম বাহার, অধীন জাকির শাহ, কবি মোস্তফা ফেরদৌস হাজরা, কবি এ এইচ এম শহীদুল্লাহ, শিল্পী আবুসাঈদ মামুন, শিল্পী আমির হামজা, মাহদীয়া প্রার্থনা প্রমুখ।

এনএ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top